শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


কাশ্মীর সমস্যা মোকাবেলায় পাক জাতীয় নিরাপত্তা কমিটির নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত জাতীয় নিরাপত্তা কমিটি কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অমানবিক অত্যাচারের বিষয়টি দ্বিপাক্ষিক ও মাল্টি ডাইমেশোনাল ফোরামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত পাক জাতীয় নিরাপত্তা কমিটির ২০ তম বৈঠকে অনুমোদন দেয়া হয়। পাক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীর সভাপতিত্বে তিন সশস্ত্র বাহিনীর প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি স্বায়ত্ব শাসনের লক্ষে কাশ্মীরিদের ন্যায়ভিত্তিক সংগ্রামে রাজনৈতিক, কুটনৈতিক এবং মানবিক সহায়তা বজায় রাখার সিদ্ধান্ত পুনরায় ব্যক্ত করে।

কমিটির বৈঠকে কাশ্মীরে চলমান সামরিক অভিযানের নামে মুসলিমদের হত্যা নির্যানত ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এতে জানানো হয়েছে, সাম্প্রতিক কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২০ জন নিহত ও প্রায় দু শতাধিক মানুষ আহত হয়েছে।

সূত্র: আল আরাবিয়া ‍


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ