শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘কাতারকে স্থলবিচ্ছিন্ন করতে খাল খনন করবে সৌদি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
আওয়ার ইসলাম

কাতারের সঙ্গে স্থল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করতে সীমান্তে সামুদ্রিক খাল খননের পরিকল্পনা নিয়েছে। সৌদি আরব কাতার সীমান্তে এ জলপথ নির্মাণ করবে।

আগামী এক বছরের মধ্যে জলপথ নির্মাণের কাজ শেষ করবে দেশটি।

তবে পর্যটন শিল্পের বিকাশ এবং অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে যোগাযোগ সহজ করার জন্য এ খাল খনন করা হচ্ছে বলে দাবি করেছে সৌদি আরব।

সৌদি আরবের সালওয়া থেকে খাওয়ার আল উবাইদ পর্যন্ত নৌপথ তৈরি করা হবে। ২০০ মিটার প্রশস্ত এবং ১৫-২০ মিটার গভীর হবে চ্যানেলটি। এতে ব্যয় হবে ২.৮ বিলিয়ন ডলার।

সামুদ্রিক এ খাল খনন করা হলে কাতার কার্যত একটি দ্বীপ রাষ্ট্রে পরিণত হবে এবং উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে।

খাল খননের ব্যাপারে সৌদি আরবের পরিকল্পনায় বলা হয়েছে, এ অঞ্চলটি বেছে নেয়া হয়েছে এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। কেননা যদি এ অঞ্চলে খাল খনন করার হয় তবে তার প্রাকৃতিক রুক্ষ্মতা হ্রাস পাবে এবং সবুজায়ন সম্ভব হবে।

একইভাবে অত্র অঞ্চলে বৃহৎ শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব হবে। তা সৌদি আরবরে ভিশন ২০৩০ এর অন্তর্ভূক্ত।

ডেইলি সাবাহ ও আরব নিউজ থেকে নিহার মামদুহ’র অনুবাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ