শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আফগানিস্তানের মাদরাসায় বোমা হামলায় ব্যহৃত হয়েছে ভারতীয় হেলিকপ্টার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জাহিরুল ইসলাম: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে স্থানীয় মাদরাসায় সামরিক বাহিনীর ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে ১৫০ এ পৌঁছেছে।

বোমা হামলায় শহিদ হওয়া অধিকাংশই কুরআনের হাফেজ । যারা ওই মাদরাসায় হিফজ সম্পন্ন করার পর সনদ প্রদান ও দস্তারবন্দি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

এ ঘটনার একদিন পর আফগান তালেবান দাবি করেছে, মাদরাসায় বোমা হামলায় ভারতীয় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। যদিও এ অভিযোগের কোনই সত্যতা নেই যে, হামলার সময় সেখানে কোন তালেবান সদস্য বা কমান্ডার উপস্থিত ছিলেন।

অপরদিকে আমেরিকান সেনাবাহিনী তরফ  থেকে বলা হয়েছে, কুন্দুজে হামলার সঙ্গে মার্কিন সেনাদের কোন সম্পর্ক নেই। মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার ভাষ্য মতে, ওই বোমা হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। জতিসংঘ বলছে, হামলায় নিহতদের মধ্যে ২০জনেরও বেশি বেসামরিক লোক ছিলেন।

তবে হামলার ব্যাপারে সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেনি আফগান প্রশাসন । তাদের থেকে বিরোধপূর্ণ মতামত পাওয়া যাচ্ছে।

সূত্র: ডন, ডেইলি কুদরত।

আরো পড়ুন: ‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ