বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি

টেকনাফে পল্লী চিকিৎসকের ভুলে গৃহবধুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তারের ভুল চিৎিসায় এক প্রসূতীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটেছে । পুলিশ মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তার সুরেশকে আটক করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তার (১৯) গত ৯ দিন আগে ১টি ছেলে সন্তান জন্ম দেন। শ্বাস কষ্ট, কাশের সাথে রক্ত আসা এবং শরীরে পানি জমার কারণে ৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থানরত পল্লী চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথকে নিয়ে যান।

ডাক্তার রাসিলিকন, ডিকট, ড্রাইক্লোপেনাক, রেনিসন ইনজেকশনসহ অন্যান্য ঔষধ দিলে স্বামী ও মায়ের সামনেই প্রসূতী গৃহবধু তসলিমা আক্তার রাত পৌনে ২টার সময় মারা যান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন ‘বিষয়টি সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই শাহজান ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করি। পুলিশ ঘটনাস্থলে গেলে মৃতের মা ও স্বামী লোকজনের সামনে অভিযোগ করেন ডাক্তারের ভুল চিকিংসার কারনে তসলিমার মৃত্যু হয়েছে।

পুলিশ হোয়াইক্যং বাজারে গিয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার ডা. সুরেশ কান্তি নাথকে আটক করে। ঘটনাস্থলে ডাক্তারকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে গৃহবধুর লাশ ও অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ পুলিশ হেফাজতে রয়েছে’। অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ চট্রগ্রামের লোহাগাড়া কলাউজান পরিতোষ কান্তি নাথের পুত্র বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ