শনিবার, ০৪ মে ২০২৪ ।। ২১ বৈশাখ ১৪৩১ ।। ২৫ শাওয়াল ১৪৪৫


দেশে শান্তি প্রতিষ্ঠায় এবার আফগান আলেমদের অঙ্গীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : আফগানিস্তানের জাতীয় জীবনে ঐক্য, শৃংখলা শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন দেশটির আলেমগণ। তারা বলেছেন, তালেবানসহ বিবাদমান গোষ্ঠিগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন তারা।

শান্তি প্রতিষ্ঠার দাবিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি অনশন অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। তাদের আশ্বাসে অনশন ভাঙতে রাজি হয় আন্দোলনকারীরা।

অঙ্গীকারকারীগণ আফগানিস্তানের শীর্ষ আলেমদের সংগঠন দ্য উলামা কাউন্সিলের সদস্য।
গত ২৩ মার্চ আফগানিস্তানের একটি স্টেডিয়ামের বাইরে গাড়ি বোমা হামলায় ২০ নাগরিক নিহত হওয়ার পর এ অনশনের ডাক দেয়া হয়।

অনশনে আফগানিস্তানের কয়েকশ নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করে এবং কমপক্ষে ১২ জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ সরকার তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে বিলম্ব করছে।

ourislam tv

আজ রবিবার সকালে উলামা কাউন্সিলের একজন প্রতিনিধি অনশন ক্যাম্পে যান এবং তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন।

একজন অনশনকারী আবদুস সালাম বলেছেন, আমরা আশাবাদী আলেমগণ এগিয়ে এলে খুব শিগগির তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা যাবে।

সূত্র : আল জাজিরা

তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে মরিয়া কেনো আফগান?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ