শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সিলেটে ২০ দম্পত্তির যৌতুকবিহীন বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিলেটের কানাইঘটে ২০ দম্পত্তির যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

কানাইঘাটে ব্যাপক উদ্দীপনা ও আনন্দঘণ পরিবেশে অসহায় হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুকবিহীন গণবিবাহ  সংঘটিত হয়েছে।

Image may contain: 3 people, hat and outdoor

জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, স্থানীয় সাংবাদিকসহ সকলের উৎসবমুখর উপস্থিতিতে বুধবার সকাল ১১টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর নিজ বাড়ী রাউতগ্রাম মাদানীনগরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে যৌতুক বিহীন এ গণবিবাহ সম্পন্ন করা হয়।

আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা

যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরণ পোষণের জন্য একটি করে সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

নব দম্পত্তিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুকবিহীন বিয়ে ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গণবিবাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলাহুল মুসলিমিনের উদ্যোগে এ নিয়ে তিন বার বড়চতুল ইউনিয়নে যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

অবিবাহিতা নারীদের জন্য কিছু উপদেশ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ