মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


লেখা রঙিন হলেই কি ফেসবুক আইডি সুরক্ষিত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ফেসবুকে ‘BFF’ লেখা পোস্ট বা কমেন্ট করার পর রঙ সবুজ হলে আপনার আইডি নিরাপদ বলে প্রচারণা চালানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে লেখা সবুজ না হলে এখনই পাসওয়ার্ড পাল্টিয়ে নিন এবং মোবাইল লগইন কনফারমেশন কোড নিশ্চিত করুন। তবে এটি একটি ভুল তথ্য। এরই মধ্যে এটা ছড়িয়ে পড়েছে সব জায়গায়। অনেকে না জেনেই আতঙ্কিত হচ্ছেন।

আসলে ‘BFF’ এর Meaning হলো Best Friends Forever. আর এটি লিখলে সবুজ রঙ হয়ে যায়। এজন্য এই কমেন্ট পোস্ট করার সঙ্গে সঙ্গে হাই ফাইভের অ্যানিমেশন দেখা যায়।

এরকম আরও অনেকগুলো শব্দ ফেসবুকে লিখলে অক্ষর রঙিন হয়। কেবল রঙিন হওয়ায় নই, সে লেখাগুলোর ওপর ক্লিক করলে নানা রকমের ফুল, বেলুন, ভালোবাসার ইমোসহ নানা অ্যানিমেশন ভেসে ওঠে। সেরকম কয়েকটি শব্দ হলো—

ফেসবুকের কয়েকটি রঙিন শব্দ

best wishes - shows two Pams
bff - shows high five
bisous - shows love
hongera - shows balloons
xoxo - shows love
Congrats - shows balloons
congratulations - shows balloons
you're the best - shows star
you got this - shows thumb's upTouch every word.

অপপ্রচার সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, ‘ফেসবুক বর্তমানে কোণঠাসা অবস্থায় রয়েছে। গ্রাহকদের তথ্য অপব্যবহারের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি নানা ধরনের সমালোচনার মুখে পড়েছে। ফেসবুকের এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু মানুষ ফেসবুক ব্যবহারকারীদের বিব্রত করছেন।’ তাই এটা নিয়ে এতো চিন্তিত না হওয়ার পরামর্শ তাদের। বাংলাট্রিবিউন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ