মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


আগামী করণীয় নির্ধারণে ২০ দলীয় জোটের বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান বিষয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন আগামী কাল।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী কার্যাবলি ঠিক করা হবে বলে জানা যায়।

খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান  জানান, শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক শীর্ষ নেতা জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া আগামী সিটি নির্বাচন এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর এটা হবে জোট নেতাদের দ্বিতীয় বৈঠক।

এর আগে খালেদা জিয়া জেলে যাওয়ার তিন দিন পর গত ১১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন।

বিএনপির দুই শীর্ষ নেতার জেল থেকে মুক্তি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ