শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতি পদে দায়িত্ব প্রাপ্ত হন। মেয়াদ পার হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরে ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। জিল্লুর রহমান আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মো. জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ ভৈরব শহরের ভৈরবপুর গ্রামের বলাকি মোল্লারবাড়িতে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবসহ ঢাকায় তার গুলশানের নিজ বাসভবনে মিলাদ ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ