শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এবার ১০ হাজার মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন প্রথমবারের মতো ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় প্রথমবারের ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পিডিবির দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়েছে। একই সাথে সকল তেলচালিত কেন্দ্র চালানো হয়েছে। এতে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল তত মেগাওয়াটই উৎপাদন হয়েছে। এজন্য কোথাও কোনো লোডশেডিং ছিল না। তবে কোথাও কোথাও বিতরণ লাইনে ত্রুটি থাকায় বিদ্যুৎ ছিল না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ