বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানালেন অধ্যক্ষ ইউনুস আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক অনুষ্ঠানে বলেছেন ‘শেখ হাসিনার উন্নয়নে-অর্জনে জনগণ খুশি, নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র’ এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

বলেছেন, সরকারের অভিপ্রায় যদি এমনই হয় তাহলে আনুষ্ঠানিকতার নির্বাচনের প্রয়োজন নেই।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের কোটি টাকা ব্যায়ে নির্বাচন করা হয়। এ নির্বাচন যদি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা দেখানোর জন্য হয় তাহলে এটি না করাই ভালো।

মহাসচিব বলেন, উন্নয়ন করে থাকলে আপনাদের ভয় কিসের? নির্বাচন দিন এবং জাতিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিন। আসলে সরকারের মনের কথা-ই বলেছেন কাদের সাহেব।

যদি সরকারের নির্বাচনের নামে এধরনের অভিপ্রায় থাকে তাহলে জাতির সাথে তামাশা না করে এবং দেশের সম্পদ নষ্ট না করে ঘোষণা দিয়ে দিন। নির্বাচন দিলে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দিলে নামের নির্বাচন বা প্রহসনের নির্বাচন দেশবাসী করতে দিবে না।

তিনি বলেন, যেনতেন নির্বাচন করার সুযোগ দেশবাসী আর করতে দিবে না। তিনি সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকলে সরকারের অন্তরে এত ভয়ের কোন কারণ নেই।

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আদবুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

আরও পড়ুন: কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তসলিমা নাসরিন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ