শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত ইসরাইলী মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসরাইলের অর্থমন্ত্রী মোশে বলেছেন, যদি দুর্নীতির অভিযোগ প্রমাণ হয় তাহলে নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে অথবা জোটের সদস্যরা তাকে বিদায় করবে। খবর পার্সটুডে-এর।

কাহলোন বলেন, “যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয় তাহলে তিনি কোনেভাবেই দায়িত্ব পালন করতে পারবেন না।” মোশে কাহলোন আরো বলেন, “হয় তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অন্যথায় জোট সদস্যরা তাকে ছেড়ে চলে যাবে।”

ঘুষ নেয়ার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে পুলিশের অন্তত তিনটি তদন্ত চলছে যার কারণে চার বারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তবে তিনি দাবি করছেন, কোনো অন্যায় কাজের সঙ্গে তিনি জড়িত নন। নেতানিয়াহু আরো দাবি করছেন যে, তিনি নিজে অন্যায়ের শিকার।

ফেব্রুয়ারি মাসে পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে যাতে সুপারিশ করা হয়েছে যে, তাকে শাস্তি দেয়া হোক। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে আগামী মাসগুলোতে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ