শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : সবুজ শ্যামল বাংলা নামেই পরিচিত এ দেশ। এখানকার মাটিতে মিশে আছে শহীদের রক্ত। অনন্য ও সজিবতায় চারপাশ মুগ্ধ থাকার কথা এ শহর, এ নগরের প্রতিটি রাস্তা।

তবে মানুষের চাপ ও নিত্যদিনের বর্জ্য সজিব প্রাণকেও করে তোলে অসহায়। নাক চেপে রাস্তা পাড় হতে হয় কোথাও কোথাও। ময়লা জমে কোথাওবা হয়ে আছে ধুলোরস্তুপ।

এসবে বড়দের জীবন যেমন দূষিত হয়ে উঠছে আক্রান্ত হচ্ছে শিশুরাও। নগর যান্ত্রিকতায় তারা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন মননে। অথচ চাইলেই তাদের আমরা একটা পরিচ্ছন্ন জীবন দিতে পারি। নিজেদের জন্য পরিচ্ছন্ন করতে পারি এ শহর।

এ মহতি উদ্দেশ্যকে সামনে রেখেই অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম শুরু করেছেন  ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবর্জনা, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনতা সৃষ্টির লক্ষে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আমাদের বিশ্বাস এ ডাকে সারা দেবে অসংখ্য তরুণ। নিজেদের জন্যই আমাদের শহরকে নিরাপদ করার এ উদ্যোগে শরিক হবেন তারা।

কর্মসূচির তারিখ- ২৬ মার্চ সোমবার। সময়- সকাল ১১ টায়। স্থান- রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

রাজধানী জুড়ে একাধিক পয়েন্ট থেকে চলবে ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

কর্মসূচিতে অংশ নেয়া তরুণরা রাস্তা ঝাড়ু দেবেন। এ ছাড়াও সাধারণ পথচারীদের বিনামূল্যে মাক্স বিতরণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ সচেতন আলেম উলামা, শিক্ষাবিদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব মাদরাসা, স্কুল/কলেজসহ সর্বস্তরের তরুণ সমাজকে সামাজিক এ কাজে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে প্রাতিষ্ঠানিক উদ্যোগেও এ ক্যাম্পিংয়ে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

প্রেসক্লাব থেকে এ কর্মসূচির উদ্বোধনের পর আগ্রহী ঢাকার তরুণরা চাইলে তাদের এলাকায় কর্মসূচি পালন করে এ উদ্যোগে শামিল হতে পারেন। সে জন্য এ ক্যাম্পিং টিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এলাকার নাম কনফার্ম করতে হবে।

কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে একটি করে টিশার্ট [গেঞ্জি] দেয়া হবে। থাকবে ঝাড়ুসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ: ১২২/১ উত্তর মুগদা, ঢাকা ১২১৩

মোবাইল: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭ ৩৭ ৫২ ৯৯, ০১৭১৭ ৮৩ ১৯ ৩৭

আরও পড়ুন: ‘আওয়ার ইসলাম’ হয়ে উঠুক গর্বের গণমাধ্যম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ