শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পাকিস্তানে মৌখিকভাবে তালাক নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে  কোন স্বামী তার স্ত্রীকে শুধু মৌখিকভাবে তালাক দিতে পারবে না বরং লিখিতভাবে তালাকনামার মাধ্যমে তালাক দিতে হবে।

করাচির সুফিয়া নামের এক নারী স্বামী ভরনপোষণ না দেয়ায় কোর্টের স্মরণাপন্ন হন। জিজ্ঞাসাবাদের সময় আদালতকে সুফিয়ার স্বামী বলেন, আমি তাকে তালাক দিয়েছি। আলাদত জিজ্ঞাসা করেন, কখন এবং কীভাবে তালাক দিয়েছেন ? স্বামী জানান, মৌখিকভাবে তালাক দিয়েছি।

মামলা শুনানির সময় আদালত অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, তালাক একটি স্পর্শকাতর বিষয়। শুধু মৌখিকভাবে তালাক দেয়ার আইনী কোন ভিত্তি নেই। আইনানুগ শর্তাবলী পূরণ করেই কেবল তালাক দেয়া যাবে। আদালত সুফিয়ার স্বামীকে মাসিক খরচ দিতে বাধ্য করে দেন। পরে এ মামলায় আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর