শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


চোখ ধাঁধানো নীল রঙের শহরটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবিনা হক
ফিচার রাইটার

চেইফচাউয়েন উত্তর মরোক্কোর একটি ছোট্ট শহর। শহরটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস, মনোরম প্রকৃতি এবং চমৎকার সব স্থাপত্যে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পুরাতন শহরের দিকে অনেকগুলো নীল দেয়ালের বাড়ি। দেয়াল, দরজা এমনকি সিঁড়িও নীল রঙের! নানান শেডের নীলের ছটায় যেন এক অপূর্ব রূপে সাজানো মরক্কোর শেফশেওন শহরটি!

পুরো শহরটি এরকম নীল রঙ হওয়ার পেছনে যে মতবাদটি রয়েছে তা হলো, শহরটিকে নীল রঙে সাজিয়েছে সেখানে বসবাসকারী ইহুদীরা। কারণ নীল রঙটি তাদের কাছে পবিত্র! যদিও সেখান থেকে ইহুদীরা অনেক আগে চলে গিয়েছে, তবুও সেই ঐতিহ্য বহাল আছে আজও!

স্থানীয় অধিবাসীরা মনে করে নীল রঙের দেয়ালের কারণে তারা মশার উৎপাত থেকে সুরক্ষিত।

বাড়িগুলো দেয়ালের রঙ নীল হওয়ার কারণ যাই হোক না কেন, বাড়িগুলোর নীল দেয়াল পর্যটকদের আকৃষ্ট করে। পর্যটকরা এইসব বাড়ি-ঘরের সরু রাস্তা দিয়ে হাঁটতে পছন্দ করে আর ক্যামেরায় তোলে নেয় চমৎকার দৃশ্যগুলো।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ