আবরার আবদুল্লাহ : কাতারে নৌঘাটি নির্মাণের লক্ষ্যে কাতার-তুরস্ক একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। আজ কাতার ভিত্তিক খালিজ অনলাইন এ সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়েছে, দোহা আন্তর্জাতিক নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন ২০১৮ এর শেষদিনে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে তুরস্ক ছাড়াও আমেরিকা, ইউরোপ ও চায়না সম্ভাব্য উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।
তুরস্ক উত্তর কাতারে একটি সামরিক নৌঘাটি নির্মাণের টেন্ডার জিতে এবং এ চুক্তি স্বাক্ষর করে।
কাতার জয়েন্ট স্পেশাল ফোর্সের কমান্ডার জেনারেল হামাদ বিন আবদুল্লাহ ফুতাইস আল মারি বলেছেন, নৌঘাটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও সমুদ্র পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর বাইরে আর কিছু তিনি প্রকাশ করতে রাজি হন নি।
এছাড়াও এ চুক্তির আওতায় তুরস্ক কাতারকে অস্ত্র, সামরিক যান, ড্রোন সরবাহ করবে এবং কাতার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিবে।
সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আকাশ, নৌ ও স্থলপথ অপরোধের মুখেই কাতার তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার সিদ্ধান্ত গ্রহণ করলো।
তুর্কি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল পরিকল্পনা করেছে ২০২২ সালের মধ্যে কাতারে ৬০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করবে।
তুরস্ক কাতারকে সামরিক সাহায্য ছাড়াও খাদ্য ও ওষুদ নিয়ে সাহায্য করছে।
সূত্র : মিডলইস্ট মনিটর