মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


জার্মানির বার্লিনে মসজিদে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বার্লিনের একটি মসজিদে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  গত ১১ মার্চ জার্মানের রাজধানী বার্লিনে মসজিদটিতে হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

খবরে বলা হয়,  মসজিদের ভিতের সবকিছু পুড়ে গিয়েছে এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতেও আগুন লেগেছে।

মসজিদের আগুন লাগার খবর শুনে বার্লিনের ইসলামিক সেন্টারের প্রধান এবং মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম নিক নেজাদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে অন্যান্য কর্মকর্তাগণ ছিলেন।

উল্লেখ্য, ৮ মার্চে জার্মানের নাফম আম নাকার শহরের একটি মসজিদে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে। এর ফলে মসজিদের ভিতরে আগুন লাগে। জার্মানের পুলিশ এই ঘটনাকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী বলে ঘোষণা করেছে। ঘাতকদের সনাক্ত এবং গ্রেফতার করার জন্য তদন্ত চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ