বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বেনাপোল সীমান্তের ‘ফ্রি ক্রাইম জোন’ এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক পাচারকারীসহ ৪০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে ২১ ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকৃতদের সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও সাত শিশু রয়েছে।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদেরভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত পার হয়ে বেশ কয়েকজন নারী-পুরুষ ভারত সীমান্ত দিয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে।

পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে এক পাচারকারীসহ ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করতে সক্ষম হয় বলেও জানান তিনি।

তারিকুল হাকিম আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার যশোরের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কালিয়ানি বিওপি’র ৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা ‘ক্রাইম ফ্রি জোন’ উদ্বোধন করা হয়।

এসময় বিজিবির মহাপরিচালক ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ