শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইরানে প্রকাশ্যে হিজাব খোলায় এক নারীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার অপরাধে এক নারীকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই নারী এ কাজ করেন। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদী বলছেন, ওই নারীকে 'নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে' দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রসঙ্গত,  ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় একজন তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলে একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরার ছবি ব্যাপক প্রচার পায়। তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। তেহরানের একটি ফোন বুথের ওপর দাঁড়ানো ওই তরুণীর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরানে ইসলামী আইন অনুযায়ী চুল ঢাকা পোশাক পরতে বাধ্যতামূলক করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ