রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ বৈশাখ ১৪৩১ ।। ১৯ শাওয়াল ১৪৪৫


আরজাবাদ মাদরাসার মুহতামিম হলেন মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর ঢাকার মিরপুরের দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম নিযুক্ত হলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

গতকাল প্রতিষ্ঠানের মজলিসে আমেলা আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় ছেলে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়।

উল্লেখ্য, মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর আল্লামা মোস্তফা আজাদ ১৯৯৬ সাল থেকে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি  তার ইন্তেকাল হলে মুহতামিমের পদটি শূন্য হয়।

এর আগে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করছেন দীর্ঘদিন ধরে।

‘মাওলানা মোস্তফা আজাদ আমার বাবাকে আব্বা ডাকতেন’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ