শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হাফিজ সাঈদের দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অবশেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। ইসলামাবাদ হাইকোর্ট ভোটে লড়ার অনুমতি দিল হাফিজ সাঈদের দলকে। এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন হাফিজ সাঈদের দলকে ভোটে লড়াইয়ের অধিকার দিতে অস্বীকার করেছিল।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট পাক নির্বাচন কমিশনের সেই বিধি নিষেধকে খারিজ করে দেয়।

মিলি মুসলিম লিগ নামে হাফিজ সাঈদের রাজনৈতিক দল তৈরি করে রেজিস্ট্রেশন করাতে গিয়েছিল। তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত বছর অাগস্টে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল হাফিজ।

উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী হাফিজ সাঈদকে দীর্ঘদিন নজরবন্দি করে রেখেছিল পাকিস্তান সরকার। কয়েক মাস আগেই হাফিজকে মুক্ত করা হয়। এই নিয়ে আমেরিকার রোষের শিকার হতে হয়েছিল পাকিস্তানকে।   সূত্র: ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ