বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘আলাকিত জ্ঞানী’ চট্টগ্রাম জোনের প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার ০৯ মার্চ সকাল ১০ ঘটিকায় ‘শহীদ ক্যাডেট একাডমী’ ফয়স লেক চট্টগ্রামে ইসলামিক জ্ঞানের মেগা রিয়ালিটি শো “আলোকিত জ্ঞানী”-এর চট্টগ্রাম জোনের বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আয়োজক প্রতিষ্ঠান ‘রাহাবার মাল্টিমিডিয়া লি.’র ব্যবস্থাপনা পরিচালক ও 'আলোকিত জ্ঞানী' অনুষ্ঠানের পরিচালক মুহাম্মদ ইকবাল।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পপতি মুহাম্মদ নূরুল আমীন মাহদী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইমদাদ হোসাইন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও কলামনিস্ট মুহাম্মদ আবদুল কাহহার, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মহিউদ্দীন, ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট আলেমেদীন মাহবুবুর রহমান নিজামী, আলোকিত জ্ঞানী চট্টগ্রাম'র সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন কর্মকর্তা।

চট্টগ্রাম ফয়’স লেক আনসার ক্যাম্প সংলগ্ন (পশ্চিম পার্শ্ব) ‘শহীদ ক্যাডেট একাডেমীতে সকাল ১০:৩০ লিখিত পরীক্ষা ও বিকাল ৩:৩০ ঘটিকায় ভাইবা পরীক্ষা হয়।

আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি ২০১৫ সাল থেকে প্রতি মাহে রমযানে মাগরিবের আজান পূর্ববর্তী এক ঘন্টা সময়ব্যাপী দেশের জনপ্রিয় টিভি চ্যানেল 'চ্যানেল নাইন' এ সম্প্রচারিত হয়ে আসছে। ২০১৮ সালে ৪র্থ সিজন চলছে।

বিষয়বস্তুর ভিন্নতা ও নান্দনিক উপস্থানের ফলে অনুষ্ঠানটি দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, ঢাকা বিভাগের বাছাই পরীক্ষা আগামী ১৬ মার্চ সকাল ৯টায় রিপোর্টিং এর পরে UCC ক্যাম্পাস, ৮৩ গ্রীণ রোডস্থ আইডিয়াল কমার্স কলেজ, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হবে, ইংশাআল্লাহ। প্রতিযোগিতার নিয়মিত আপডেট পেতে আলোকিত জ্ঞানী ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন। ​

অনুষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর করেছেন- এনএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, হামদর্দ, আল আরাফা ইসলামী ব্যাংক লি., মাইক্রো ফাইবার গ্রুপ, শরীফ থ্রেড টেপ, মাদরাসাতুল কলম।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।


সম্পর্কিত খবর