রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


শিক্ষকের বেত্রাঘাতে ১০ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টিফিনে গিয়ে দেরিতে ফেরার কারণে ১০ মাদরাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতে আহত করেছেন এক সহকারী অধ্যাপক। জামালপুরের দেওয়ানগঞ্জে  বাহাদুরাবাদ এ রব আলিম মাদরাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে আহত ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষককে মাদরাসায় আটকে রাখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জনরোষ থেকে তাকে উদ্ধার করে।

মাদরাসা শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দুপুরের ছাত্ররা টিফিনে গিয়ে মাদরাসায় আসতে দেরি করায় সহকারী অধ্যাপক শফিউল্লাহ্ ওরফে মজনু ১০/১২ জন ছাত্র-ছাত্রীকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে সৌরভ ও ফাহিমসহ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত ১০ জনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল লতিফ মিয়া ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাতে আহত করার ঘটনা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে উদ্ধারের পর ম্যানেজিং কমিটির ও মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার দায়িত্ব নেয়ায় তাকে থানায় আনা হয়নি।

প্রসঙ্গ মাদরাসায় মোবাইল জব্দ করা ও পুড়িয়ে ফেলা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ