শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হলি সার্ভের সনদ বিতরণ ও ডিজিটাল সার্ভে প্রদর্শনী সেমিনার ৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলমে ফারায়েজ শরীয়তের একটি মৌলিক বিষয়। সকল মুসলমান বিশেষত আলেম সমাজের জন্য এই বিষয়ে পারদর্শী হওয়ার বিকল্প নেই। ইলমে ফারায়েজের সাথে সাথে দেশীয় মাপজোখ জানাও অত্যাবশ্যক।

‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ বিগত কয়েক বছর যাবত আলেম সমাজকে এই কাজে সম্পৃক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে এদেশে এর এক বিপ্লবী সাড়া পরেছে।

এরই ধারাবাহিকতায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভূমি জরীপ প্রশিক্ষণে কৃতি শিক্ষার্থীদের সনদ বিতরণ উপলক্ষে আগামী ৮ মার্চ বৃহস্পতিবার বাদ আছর হতে বেফাক অফিস (ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা) প্রাঙ্গণে ফারায়েজ ও জরিপ আলোচনা এবং ডিজিটাল সার্ভে প্রদর্শনী সেমিনার এর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালক আল্লামা যুবায়ের আহমদ চৌধুরী,

সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবে মুফতী মুহাম্মাদ রফী উদ্দীন, শিক্ষাসচিব, বাইতুল উলূম মাদরাসা ঢালকানগর, ঢাকা।

অনুষ্ঠানের প্রধান অতিথি শােইখুল হাদিস আল্লামা আবদুল কুদ্দুস (দা. বা.) মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, মুফতী মিযানুর রহমান সাঈদ, মুহতামিম, মারকাযুশ শাইখ যাকারিয়া, কুড়িল, ঢাকা।

অনুষ্ঠানের বিশেষ আলোচক, মাওলানা মাহফুজুল হক, মুহতামিম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর, ঢাকা, মাওলানা মুনিরুজ্জামান মুহতামিম, জামি‘আ ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী, ঢাকা, মাওলানা ঈসা কাসেমী, মুহতামিম, জামি‘আ দ্বীনিয়া ইসলামিয়া কল্যাণপুর, ঢাকা, মাওলানা আবুল বাশার মুহতামিম, জামেউল উলূম মাদরাসা মিরপুর ১৪, ঢাকা, মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষাসচিব, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, মিরপুর, মাওলানা ফারুক আহমদ, মুহতামিম, জামিআ ইসলামিয়া লালমাটিয়া, মুহাম্মাদপুর, ঢাকা।

এছাড়াও বিশেষ অতিথি ‍অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুফতী হাসান আহমদ মুহতামিম, আল-মাদরাসাতুল কাসেমিয়া সামাদনগর, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা। মাওলানা ইমদাদুল ইসলাম
মুহতামিম, জামালুল কুরআন মাদ্রাসা, গেণ্ডারিয়া, ঢাকা। মুফতী লোকমান মাজহারী মুহতামিম, মাজহারুল উলূম, মিরপুর ১, ঢাকা। মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন মুহাদ্দিস, জামি‘আ ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকা। মুফতী হুসাইন আহমদ নায়েবে মুহতামিম, জামিয়াতু ইবরাহীম, সাইনবোর্ড, ঢাকা।

মুফতী বোরহান উদ্দীন রাব্বানী মুহতামিম, জামি‘আ আবু বকর সিদ্দিক (রা.) যাত্রাবাড়ী, ঢাকা।
মুফতী ইমাদুদ্দীন মুহাদ্দিস, জামি‘আ আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। মুফতী এনামুল হাসান প্রধান পরিচালক, প্রশিক্ষণ বিভাগ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মুফতী কাজী মুঈনুদ্দীন মুহতামিম, জামি‘আ ইসলামিয়া জান্নাতুল আতফাল শ্রীপুর, গাজীপুর।
মুফতী শফি উল্লাহ শাফী মুহতামিম, মারকাযুস সুফ্ফা আল ইসলামিয়া নন্দিপাড়া, ঢাকা। মুফতী যুবায়ের আহমদ মুদাররিস, জামি‘আ আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। মুহাম্মাদ বাবর আলী চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিজিটাল সার্ভে কনসালটেন্ট, তেজগাঁও, ঢাকা।

অনুষ্ঠান সফল করতে দোয়া কামনা করেছেন মুফতী মুহাম্মাদ উসমান গনী মুহাদ্দিস, জামি‘আ দ্বীনিয়া ইসলামিয়া কল্যাণপুর, ঢাকা এবং চেয়ারম্যান, ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

কওমি শিক্ষার্থীদের জন্য ভূমি জরিপ কোর্স; সফলতা কতটুকু?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ