শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মিয়ানমারে সাবেক রোহিঙ্গা এমপি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জইতক ডেস্ক: মিয়ানমারের রাজধানী নেইপিদো থেকে দেশটির সাবেক এক রোহিঙ্গা এমপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মিয়ানমারের পার্লামেন্টের সাবেক সদস্য (এমপি) অং জ্য উইনকে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে গ্রেপ্তার কর হয়।

রাখাইনের স্বাধীনতাকামী রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে (আরসা) অর্থায়নে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর আবারো হামলা হতে পারে বলে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রিটশি দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, মিয়ানমারের ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সাবেক এমপি ও ধনকুবের অং জ্য উইনকে মিঙ্গালাদোন পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে।

গ্রেপ্তারের পাঁচদিন পেরিয়ে গেলেও তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। রোহিঙ্গা অধ্যুষিত উত্তর আরাকান থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

উত্তর আরাকানের সাবেক এ এমপিকে গ্রেফতারের পর রোহিঙ্গাদের মধ্যে আবারো উদ্বেগ দেখা দিয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান এখন রাখাইন ছাড়িয়ে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে বলে তারা শঙ্কা করছে।

রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ন্যা স্যান লিউইন দ্য গার্ডিয়ানকে বলেন, এর মাধ্যমে ইয়াঙ্গুনে বসবাসকারী ও কর্মরত রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সরকার এবং সেনাবাহিনী সতর্ক বার্তা পাঠাচ্ছে যে, তারাও হুমকির মুখে রয়েছে। তারা পুরো রোহিঙ্গা সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, শুধুমাত্র রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের নয়।

গত বছরের ২৫ আগস্ট রাখাইন সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর ৩০টির বেশি নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলার জন্য আরসাকে দায়ী করেছে মিয়ানমার। ওই হামলায় পুলিশসহ ১২ নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়। এর জেরে রাখাইনে রোহিঙ্গা বিরোধী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

এই অভিযানে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধনে পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে মন্তব্য করেছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ