শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিচারকদের সততার সঙ্গে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অধঃস্তন আদালতের বিচারকদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিচার কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতি বলেছেন, বিচারকরা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোঁরায় সংবর্ধনা এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।

এতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতির সহধর্মির্ণী, বিচারপতি, বিচারক, আইন ও বিচার মন্ত্রণালয় মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানবিচারপতি আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে বলেন ‘বিচারপ্রার্থী জনগণ যেন ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করার জন্য অধঃস্তন আদালতের মোট আনুপাতিক পদের ১০ পার্সেন্ট রিজার্ভ সৃজনে মাননীয় মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বিচার বিভাগের গতি বেগবান হবে বলে আমি মনে করি।’

এসময়, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে এবং বিচারকদের সুযোগ সুবিধাসহ মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিকে অব্যাহত রাখার লক্ষে একটি আধুনিক ও গণমুখী বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে।’

 

এসএস/


সম্পর্কিত খবর