বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


প্রতিহিংসার রাজনীতির অবসানে ইসলামী অনুশাসনের বিকল্প নেই: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে  দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। চলমান মানবরচিত শাসন ব্যবস্থা মানুষের শান্তি দিতে পারেনি। প্রতিনিয়ত অশান্তির আগুন জ্বলছে।

তিনি বলেন, নোংরা রাজনীতির লেজুরবৃত্তি পরিহার করে ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকর সংসদ প্রতিষ্ঠায় দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা, কালো টাকা ও পেশী শক্তির দৌরাত্ম বন্ধ, নির্বাচনের আনুপাতিক হারে (পি.আর) পদ্ধতির নির্বাচন, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার নিমিত্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ আদর্শ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার যৌথ সভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া, আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, মুহা. হাসমত আলী, প্রচার সম্পাদক মুফতী আব্দুল করীম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, মাওলানা নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, মুহাম্মদ আতিকুর রহমান, টি এম মাহফুজুর রহমান, মুফতী ইজহারুল ইসলাম, আবু বকর প্রমুখ।

পীর সাহেব বরগুনা রহ. ছিলেন  ইসলামী আন্দোলনে একজন অকুতোভয় সৈনিক

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, পীর সাহেব বরগুনা ছিলেন সত্য প্রকাশে নির্ভীক, ইসলামী আন্দোলনের একজন ত্যাগী, নিবেদিত প্রাণ। একজন অকুতোভয় সৈনিক। তাঁর মৃত্যুতে এক শূণ্যতা সৃষ্টি হলো যা পূরণ হবার নয়।

গতকাল বিকেলে সংগঠনের পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রশীদ পীর সাহেব বরগুনা রহ. এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাও. নজরুল ইসলাম, আলহাজ্ব হারুনুর রশীদ, মাওলানা আব্দুর রাজ্জাক, আবুল হাসান, ইসসমাইল হোসেন, শহিদুল ইসলাম কবির, যুব নেতা আব্দুল আহাদ প্রমুখ।

শুক্রবার বাদ জুম’আ বিক্ষোভ মিছিল

শুক্রবার বাদ জুম’আ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে সিরিয়ায় শিশুসহ গণহত্যা বন্ধ এবং সিলেট জৈন্তাপুরে মাদরাসার ছাত্র হত্যার প্রতিবাদে বায়তুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত। সভাপতিত্ব করবেন নগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। সভায় কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ