শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


তাকলিদ, তাসাউফ প্রসঙ্গে মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর দৃষ্টিভঙ্গি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজান হারুন: ওফাতের পূর্বে ইমাম শামসুল হক ফরিদপুরী রহ. কিছু মূল্যবান অসিয়ত করেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

০১. আমি তাকলিদে বিশ্বাস করি। কিন্তু তাকলিদের অর্থ ইজতিহাদের দরজা বন্ধ করে দেয়া নয়। সে কারণে যদিও আমি হানাফী।

কিন্তু অন্যান্য মাযহাব তথা মালেকী, শাফেয়ী, হাম্বলী ‘এমনকি আহলে হাদীস’কেও সম্মান করি।

তাদের ইজতিহাদের প্রতি শ্রদ্ধা রাখি। কারণ তারাও হকের অনুসন্ধান করেন। প্রবৃত্তির অনুসরণ নয়। সে কারণে এসব বিষয় নিয়ে দলাদলি করা জায়েজ নয়।

০২. দলীলবিহীন কারও অন্ধ অনুসরণের নাম তাকলিদ নয়। সুতরাং কোনো হানাফী যদি কোনো মাসআলাতে বিশুদ্ধ হাদিসের ওপর আমল করে, তাতে তার হানাফিয়্যাত ছুটে যাবে না।

০৩. আমি তাসাউফ ও তরীকতে বিশ্বাস করি। এমন তাসাউফ যার অর্থ হচ্ছে জাহির ও বাতিনের সংশোধন। তাসাউফ মানে গায়েব জানা কিংবা শয়তানের অনুসরণ নয়। তাই যেই তাসাউফে শরিয়ত গর্হিত কোনো কিছু থাকবে ইসলামের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই।

আর তাসাউফ মানে বংশ-পরম্পরার ভেতরে ’গদি’ ও ক্ষমতার’ উত্তরাধিকার নয়।

সাবধান হে আলেম সমাজ! তোমরা দীনকে দুনিয়া অর্জনের সিঁড়ি হিসেবে ব্যবহার করো না। এর চেয়ে বড় অবিচার পৃথিবীতে আর নেই’।

সূত্র: রিজালুন সানাউত তারিখ... পৃ. ৭৩৩

সঙ্গে থাকুন @ourislam tv


সম্পর্কিত খবর