শনিবার, ০৪ মে ২০২৪ ।। ২১ বৈশাখ ১৪৩১ ।। ২৫ শাওয়াল ১৪৪৫


ধুমপান ডেকে আনে যে ৪১ ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: ধূমপান একটি মারাত্মক ব্যাধি, অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক রোগ। কিন্তু তিক্ত হলে ও সত্য বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ এ ধরনের একটি মারাত্মক ব্যধিতে আক্রান্ত। এর ভয়ানক পরিণতি সম্পর্কে জেনে নিন:

১. ধূমপান আল্লাহর নাফরমানি এবং তার হুকুমের অবাধ্য হওয়া। আল্লাহ নিশ্চয় তাকে শাস্তি প্রদান করবেন।

২. আল্লাহ তাআলা ধুমপান এবং এর সাথে সম্পৃক্ত সকলকে ঘৃনা করেন।

৩. ধুমপানকারী ফেরেশতাদের কষ্ট দেয়।

৪. যেসব ঈমানদার ব্যক্তিবর্গ ধুমপান করে না, একজন ধুমপায়ী তাদের কষ্টের কারণ হয়।

৫. ধুমপান নির্মল পরিবেশকে দুষিত করে।

৬. ধুমপান অযথা খরচ, এতে কোন দুনিয়া ও আখেরাতের বিন্দু পরিমাণও উপকার হয় না।

৭. আর ধুমপান হল অপচয়, আল্লাহ তাআলা অপচয় করার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেন। তোমরা অপচয় কর না, নিশ্চয় অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না।

৮. এটির মাধ্যমে মন্দ এবং খারাপ কাজে সহযোগিতা হয়। আল্লাহ বলেন, তোমরা ভাল ও তাকওয়াপূর্ণ কাজে সহযোগিতা কর আর মন্দ ও খারাপ কাজে সহযোগিতা কর না।

৯. ধুমপান দ্বারা ইসলামের দুশমনদের ইসলামের বিপক্ষে সহযোগিতা করা।

১০. ধুমপানকারী গুনাহের কাজকে হালকা করে দেখে। আর এ কথা আমাদের সবার জানা, গুনাহকে হালকা করে দেখা সাধারণ গুনাহ অপেক্ষা বড় পাপ।

রাসূল সা. বলেন, আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে, তবে যারা গুনাহকে খাট করে দেখে তারা ব্যাতীত।

১১. ধুমপানের সকল সামগ্রী নাপাক ও দুর্গন্ধময় এবং ধুমপানকারীকেও এভাবে নাপাক ও দুর্গন্ধময় করে।

১২. ধুমপান দ্বারা অনর্থক কাজে মানুষের সময় নষ্ট হয়।

১৩. আর যারা ধুমপানের লেনদেন করে, তারা সাধারনত ইসলামের দুশমনদের সাথে সাদৃষ্য রাখে।

১৪. ধুমপান একজন মানুষের সম্ভ্রম হনন করে, সম্মান হানি ঘটায়।

১৫. ধুমপান একজন মানুষের জ্ঞান বুদ্ধি বিলোপ করে এবং তা তার নির্বোধ বা জ্ঞান-হীন হওয়াকেই বুঝায়। কারন সে নিশ্চিত জানে যে ধুমপান তার জন্য ক্ষতিকর, তার পরও সে পান করে। এতে তার বোকামীই প্রকাশ পায়।

১৬. ধুমপানকারী তার ছেলে সন্তান এবং উত্তরসুরিদের জন্য একজন আদর্শহীন ব্যক্তিকে পরিণত হয়।

১৭. আর ধুমপানকারীর জন্য ইবাদত-বন্দেগী করা কঠিন হয়।

১৮. এ কাজটি ধুমপানকারীকে ইলম এবং যিকরের মজলিশ হতে দূরে রাখে এবং তাকে এ ধরনের মজলিশে উপস্হিত হতে হয়।

১৯. ধুমপান মানুষকে খারাপ মানুষের সাথে উঠা বসায় বাধ্য করে।

২০. ধুমপানের অভ্যাস একজন মানুষকে রোযা রাখা হতে বিরত রাখে। কারন, রোযা রাখলে সে ধুমপান করতে পারে না।

২১. ধুমপানের মাধ্যমে যেসব উপার্জন হয়, তা সম্পূর্ণ হারাম। কারণ, ধুমপানের ব্যবসা করা এবং এর লেনদেন সম্পূর্ণ হারাম।

২২. ধুমপান মানুষের অপমৃত্যু ঘটায়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা তাদের প্রতিবেদন প্রকাশ করে, সমগ্র পৃথীবিতে ধুমপানের কারণে যত বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে অন্য কোন রোগ-ব্যাধির কারণে তত বেশি অপমৃত্যু ঘটে না।

২৩. ধুমপানের কারণে ফুসফুসে ক্যান্সার, শরীরে তাপ, প্রদাহ, জ্বালাপোড়া ইত্যাদি দীর্ঘ মেয়াদী রোগব্যাধী দেখা যায়।

২৪. ধুমপানের কারণে কণ্ঠনালীতে ক্যান্সার হয়।

২৫. ধুমপানের কারণে রক্তনালীগুলো দুর্বল হয় এবং অনেক সময় একজন ধুমপায়ীর রক্তের চলাচল বন্ধ হয়ে যায়।

২৬. এটি স্মরণশক্তি কমিয়ে দেয় এবং মনোবল দুর্বল করে দেয়।

২৭. ইন্দ্রিয় ক্ষমতা দুর্বল করে; বিশেষ করে ঘ্রান নেয়া এবং স্বাদ গ্রহণের ক্ষমতা লোপ পায়।

২৮. অতিরিক্ত ধুমপানের কারণে দৃষ্টিশক্তি লোপ পায়।

২৯. মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বার বার সে হৃদরোগে আক্রান্ত হয়।

৩০. হার্ডের সাথে সম্পৃক্ত ধমনীগুলো ব্লক হয়ে যায়।

৩১. বক্ষ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

৩২. রক্তের উচ্চ চাপের কারণ হয়।

৩৩. যৌনশক্তি বিলুপ্ত হয়।

৩৪. হজমশক্তি কমায় এবং ধারণক্ষমতা লোপ পায়, আর তার শরীর ঢিলে হয়ে যায়।

৩৫. ধুমপায়ী সব সময় দুর্বলতা অনুভব করে এবং আতঙ্কগ্রস্ত থাকে।

৩৬. ধুমপানকারীর ঠোটে মুখে জিহ্বা গলনালি ইত্যাদিতে ক্যান্সার হয়।

৩৭. পাকস্থলী ক্ষত হতে থাকে।

৩৮. ধুমপানের কারণে যকৃত শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩৯. ধুমপানের কারণে মুত্রথলিতে ক্যান্সার হয় এবং মুত্রথলি যক্ষায় আক্রান্ত হয়।

৪০. কিডনিতে ক্যান্সার হয়।

৪১. পেশাব বিশাক্ত হয়।

সূত্র: সিরাতুল মুস্তাকিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ