শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় মুহতামিমসহ আটক ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে দারুল উলুম ফয়েজ আম কওমি মাদরাসার ছাত্র আবু বকরের দগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় মাদরাসার মুহতামিমসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার সকালে তার লাশ মাদরাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়।

নিহত আবু বকর (১৬) সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল সে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসা সুপারসহ ১০ জনকে আটক করে পুলিশ।

মাদরাসা কর্তৃপক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে হত্যাকাণ্ড।

মাদরাসার প্রিন্সিপাল ইয়াসিন আলী মিডিয়াকে বলেন, ফজরের আজানের সময় বাথরুমের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। এরপর আমরা বাথরুমের কাছে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ।

পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

ওসি লতিফ বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে মাদরাসায় গিয়ে বাথরুমের ভেতর থেকে আবু বকরের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। তবে ওই বাথরুমের দরজা খোলা ছিল।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আবু বকরকে হত্যা করা হয়েছে। লাশ বাথরুমের ভেতরে পাওয়া গেলেও হত্যাকাণ্ড সেখানে সংগঠিত নাও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাথরুম থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার (ভিডিও)


সম্পর্কিত খবর