বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মুফতি আমিনী রহ.-এর দারাজাত বুলন্দির উদ্দেশ্যে মাহফিল ১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকা উলামা পরিষদের উদ্যোগে আগামী ১ মার্চ আকাবিরে দেওবন্দ ও আল্লামা মুফতি আমিনী রহ.-এর দারাজাত বুলন্দির উদ্দেশে আজিমপুর গৌর শহীদ মাজার চত্বরে ওয়াজ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকার সদরে শুরা মাওলানা আব্দুর রব (মদীনা হুজুর)।

বয়ান করবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী, হযরত মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ., হযরত মাওলানা আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ, হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হযরত মাওলানা মিজানুর রহমান সাঈদ,

হযরত মাওলানা সাজিদুর রহমান বি-বাড়ীয়া, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, হযরত মাওলানা ইমরান মাজহারী, হযরত মাওলানা আবুল হাসানাত আমিনী, হযরত মাওলানা মুহিব্বুল্লাহ, হযরত মাওলানা যোবায়ের আহমদ, হযরত মাওলানা জসিমউদ্দিন, হযরত মাওলানা শরীফ মুহাম্মদসহ দেশবরেণ্য উলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ।

উক্ত মাহফিল সফল করার লক্ষ্যে আজ লালবাগ মাদরাসা হলরুমে পুরান ঢাকার আলেম উলামাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে মাহফিল সফল করার জন্য দেশের আবনায়ে দেওবন্দ ও আবনায়ে আমিনী তথা দেওবন্দের সন্তান ও আমিনী রহ.এর সন্তানদের প্রতি বিশেষ আহবান জানানো হয়।

বৈঠকে সদ্য প্রয়াত শীর্ষ দুই ইসলামী ব্যক্তিত্ব খেলাফত আন্দোলনের সাবেক আমীর ও হাফেজ্জী হুজুররের বড় সাহেবজাদা হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহ. ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ রহ.-এর রুহের মাহফিরাত কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পুরান ঢাকা উলামা পরিষদের মূখপাত্র মুফতি সাখাওয়াত হুসাইন।

আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা জাহিদ আলম, মুফতি আনিসুর রহমান, মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা শামসুল আলম, মাওলানা শহিদুল আনোয়ার সা’দী, মাওলানা মনসুর আহমদ, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা শাসমুদ্দীন, মাওলানা আল আমিন মামুন প্রমুখ।

মাওলানা সাদ কান্ধলভির উপস্থিতিতে মোম্বাইয়ে তাবলিগি ইজতেমা চলছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ