বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ইরানে দুই হিজাববিরোধী নারীকে পুলিশের তাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দুই হিজাববিরোধী নারী সে দেশের পুলিশ জনসম্মুখে তাড়া করেছে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পর আবারও ইরানে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল আরাবিয়া।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একজন নারী একটি স্টেজে খোলা চুলে দাঁড়িয়ে আছে। তিনি তার স্কার্ফ লাঠির মাথায় বেঁধে রেখে বাতাসে উড়াচ্ছেন। তাকে তাড়া করেছে পুলিশ তাদের একজনকে পুলিশ মাটিতে ফেলে দিয়েছেন। পাশ থেকে ওই নারীকে লক্ষ করে পুলিশ সদস্য জিজ্ঞাসা করছেন ‘মানবাধিকার এখন কোথায়? ভিডিওটি গণহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে।

উল্লেখ্য, গতমাসে হিজাববিরোধী আন্দোলনে ইরানের রাজধানী তেহরানে ২৯ নারীকে আটক করেছে পুলিশ। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটির আইন করা হয় যে, মেয়েদেরকে প্রকাশ্যে অবশ্যই চুল ঢাকতে হবে এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে। বাধ্যতামুলক নিয়ম থাকা সত্ত্বেও রাস্তায় হিজাব খুলে আন্দোলন করার জন্যই আটক করা হয় তাদের।

এবার মেয়েরা টেলিকম বক্সে উঠে নিজেদের হিজাব খুলে আন্দোলন করেছে। ইরানের মেয়েরা গত ৪ দশক ধরে আন্দোলন করে যাচ্ছে  সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ