বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আল-ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের ২ দিনব্যাপী সম্মেলন ১২ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-ফালাহ্ ইসলামী সমাজ কল্যাণ সংঘ তিলাপাড়া, মোক্তারপুর, ওসামানীনগর, সিলেটের ২দিনব্যাপী ২১তম আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন আগামী ১২ ও ১৩ মার্চ, সোম ও মঙ্গলবার জামতলা বাজার মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে।

শায়খুল হাদীস আল্লামা হাফিজ মাসউদ আহমদ শায়খে বাঘা ও গলমুকাপন মাদরাসার মুহতামিম আরিফ বিল্লাহ আল্লামা শায়খ আব্দুশ শহিদ এর পৃথক পৃথক সভাপতিত্বে আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আওলাদে রাসূল সা. আল্লামা মুফতি আশরাফ আব্বাস কাসিমী ভারত।

বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন আল্লামা উসামা মাবরুর চৌধুরী ভারত সাহেবজাদায়ে বদরপুরী রহ.।

অন্যান্যের মধ্যে তাফসীর পেশ করবেন আল্লামা জুনায়েদ আল হাবীব ঢাকা, মাওলানা ফেরদাউস আল আযাদ চাঁদপুরী, মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী নেত্রকোনা, মাওলানা আব্দুল হক আমিনী কুমিল্লা, মাওলানা মুফতি আবু তাহের মিনহাজ কাপাশিয়া গাজীপুর, মাওলানা শামসুদ্দিন আহমদ গলমুকাপনী, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, মাওলানা আব্দুল হাই বাহুবল, মাওলানা মুফতি আবুল হাসান ইতালী, মাওলানা রেজাওয়ানুল হক চৌধুরী রাজু সুলতানপুর, মাওলানা ইমদাদুল হক নোমানী।

আল-ফালাহ্ ইসলামী সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি ক্বারী মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারী আব্দুস সালাম আযাদ ও সহ সেক্রেটারী মুফতি ফখর উদ্দিন শাহ আলমের যৌথ উপস্থাপনায় মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কুয়েত প্রবাসী আব্দুল কাইয়ুম, উপদেষ্টা লন্ডন প্রবাসী এম. ইকবাল আহমদ, উপদেষ্টা সৌদী প্রবাসী মাওলানা আশরাফ আলী,

উপদেষ্টা লন্ডন প্রবাসী নুরুল হক আদম আলী, উপদেষ্টা লন্ডন প্রবাসী আহাদুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মুনতাসির আলী, জালালাবাদ হোমিও মেডিক্যাল কলেজ সিলেটের উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শিলু মিয়া চৌধুরী প্রমুখ।

আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আল-ফালাহ্ ইসলামী সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ