মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


পানির বদলে দেয়া হয়েছিলো অ্যাসিড, রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওষুধ খাওয়ার জন্য পানি চেয়েছিলেন। কিন্তু তাকে দেয়া হলো অ্যাসিড। ফলে সেটি খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শ্যামলী দেবী নামের এক বয়স্ক নারী।

গেলো বুধবার ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরের একটি বেসরকারি চক্ষু ক্লিনিকে এমনটাই ঘটেছে।

চোখের ছানির অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন শ্যামলী। অপারেশনটি বুধবারই হবার কথা ছিল।

খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার তার চেকআপ করে কিছু ওষুধ লিখে দেন। পরে ওষুধ কিনে সেগুলো খাওয়ার জন্য পানি চান ওই নারী। তবে ক্লিনিকের কমপাউন্ডার ভুলবশত তাকে পানি ভেবে অ্যাসিডের বোতল দিয়ে দেন।

শ্যামলী দেবী বোতলের মুখ খুলে দ্রুত সেটি পান করে ফেলেন। তারপর তিনি অস্থিরতা অনুভব ও বমি করতে থাকেন। তবে তার পরিবার তখন বুঝতে পারেন যে তাকে পানির বদলে অ্যাসিড দেয়া হয়েছে।

শ্যামলী দেবীর নাতি কুন্দন কুমার বলেছেন, ওই কমপাউন্ডার দাদিকে পানি মনে করে একটি বোতল হাতে তুলে দেন। ওই ব্যক্তি এটা ইচ্ছাকৃতভাবে করেছে না ভুলবশত করেছে তা জানি না। তবে ওই তরল খাওয়ার পর দাদি গুরুতর অসুস্থ হয়ে যান।

পরে শ্যামলীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। ক্ষোভে দুঃখে শ্যামলীর পরিবার ওই ক্লিনিকে ভাংচুর করেছে।

খবর: গালফ নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ