শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান; নুরুল্লাহ সাদীর ওমরার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার হিফজ বিভাগের হাফেজ জাকির হোসাইনের ছাত্র হাফেজ নুরুল্লাহ সাদী বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাইন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যেগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান পেয়ে করে পবিত্র ওমরা হজের সুযোগ লাভ করেছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি এবং আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ প্রধান মেহমান হিসেবে উপস্থিতির মাধ্যমে গতকাল সোমবার ১৯  ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে উক্ত দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা প্রায় ৬০ জন বিচারকের বিচার কার্যের মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সিগারুল হুফফাজ গ্রুপেও আল- জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র (চার মাসে হিফজ সম্পন্নকারী) হাফেজ আতাউর রহমান প্রথম পুষ্কার হিসেবে একটি ওয়াল্টন ফ্রীজ জিতে নেয়।

এ ছাড়াও প্রতি পাঁচ,দশ, বিশ, ত্রিশ পারার প্রত্যেক গ্রুপে প্রায় ১৭ জন করে মোট ৮৫ জনকে আকর্ষণী পুরষ্কার এবং প্রত্যেক প্রতিযোগীকে একটি করে চাবির রিং এবং মগ প্রদান করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ