মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদক তুলে দিয়েছেন।

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২১ ব্যক্তিকে এবার একুশে পদকে ভূষিত করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে ভাষা সৈনিক প্রয়াত আ জা ম তকীয়ুল্লাহ ভাষা আন্দোলন ক্যাটাগরিতে, প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদিকে শিল্পকলায় অভিনয় ক্যাটাগরিতে এবং ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হককে গবেষণা ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, খুরশীদ আলম, মতিউল হক খান, বেগম মীনু হক, নিখিল সেন, কালিদাস কর্মকার, গোলাম মোস্তফা, রণেশ মৈত্র, অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল ইসলাম ও খালেকদাদ চৌধুরী।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ