শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মুসলিম পরিবারের বিজেপিতে যোগ, মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে তুমুল বিতর্ক জন্ম নিয়েছে। দক্ষিণ ত্রিপুরার মোইদাতিলা গ্রামে হিন্দু-মুসলমানে না, বরং মুসলমান-মুসলমানের মধ্যেই শুরু হয়েছে ধর্মযুদ্ধ।

মাত্র ১০০ জন লোক বসবাসকারী এই গ্রামে ৮৩টি মুসলিম পরিবার রয়েছে। এরমধ্যে ২৫টি পরিবারের লোকেরা বিজেপিতে যোগ দেওয়ায়য়  শুরু হয়েছে বিতর্ক। গ্রামের অন্যান্য পরিবারগুলি ওই বিজেপি সমর্থকদের মসজিদে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এসময় গ্রামে অশান্তিজনক পরিস্থিতি বিরাজমান। বলা হচ্ছে যে, মুসলিম হয়ে হিন্দু পার্টি জয়েন করার জন্যই গ্রামের অন্যান্য মুসলিমরা ভীষণ রেগে গিয়েছেন। গ্রামের পুরানো মসজিদে নামাজ পড়া থেকে বঞ্চিত হওয়ার পর ওই বিজেপি কর্মীরা অস্থায়ী একটি মসজিদ তৈরী করে সেখানে নামাজ শুরু করেছেন। টিনের ছাউনি ও বাঁশ দিয়ে এই মসজিদ তৈরী করা হয়েছে বলে জানা গিয়েছে। টিডিএন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ