মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


‘প্রশ্নফাঁস রোধে নৈবক্তিক প্রশ্ন তুলে দেয়ার চিন্তা করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পর্যায়ক্রেম নৈবক্তিক প্রশ্ন তুলে দেয়ার চিন্তা করছে সরকার।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাপটেক এবং এডিএন এডু সার্ভিস আয়োজিত ‘অ্যাপটেক শিক্ষা প্রশিক্ষণ সেবা পণ্যের’ উদ্ভাবন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা-ভাবনা করছি, এমসিকিউ প্রশ্ন তুলে দেয়ার সিদ্ধান্ত পর্যায়ক্রমে নিবো যাতে, প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থাকবে না।’

এছাড়াও বর্তমানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে শ্রেণিকক্ষে প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের কাছে পরীক্ষার পূর্ব মুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ থাকছে না। সে জন্য এ ধরনের ঘটনা ঘটলেও এর প্রভাব পরীক্ষার্থীদের ওপর পড়ছে না।’

শিক্ষামন্ত্রী কি আদৌ সরে দাঁড়াবেন?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ