বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জিয়া অরফানেজ ট্রাস্টের সেই জমিতে বসছে মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট এর নামে থাকা জমিতে কাল থেকে শুরু হচ্ছে মেলা।

বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে জেলার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজারসংলগ্ন ওই আলোচিত জায়গাটিতে বসছে মাছ ও মিষ্টির মেলা। সেই সঙ্গে থাকছে নাগরদোলাসহ গ্রামীণ নানা আয়োজন।

স্থানীয় লোকজন এই মেলার আয়োজন করছে। মেলার উদ্যোক্তা আবদুল কাদের বলেন, ‘জায়গাটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। জায়গাটিতে এবার একদিনের জন্য মেলা আয়োজন করা হচ্ছে।’

প্রতি বছরই সেখানে মেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

এদিকে এ জায়গা দেখার জন্য কৌতূহলী মানুষের সমাগম বেড়ে চলেছে। গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা ছাড়াও প্রায় প্রতিদিনই লোকজন সেখানে আসছে।

উল্লেখ্য, জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেই বর্তমানে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ কারণে জায়টি দেখতে মানুষের আগ্রহ বেড়ে গেছে বলে জানা যায়।

খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ