বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


অবশেষে কাপলদের জন্য রিক্সারাইড বাতিল করলো চবি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: অবশেষে তুমুল প্রতিবাদ ও সমালোচনার মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল করে দিয়েছে প্রেমিক-প্রেমিকাদের ফ্রি রিকশায় চড়াতে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নেয়া উদ্যোগটি।

মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

তিনি বলেন, কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু ফ্রি রিকশা দেয়া হচ্ছে ক্যাম্পাসে। কিন্তু আসল উদ্দেশ্যটা তারা গোপন রেখেছিলো।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিক-প্রেমিকাদের ফ্রি রিকশায় চড়ানোর বিশেষ এই আয়োজনে ব্যবহার হচ্ছিল ৩০টি রিকশা। ‘কাপলদের জন্য ফ্রি রাইড’ নাম দিয়ে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে এ সার্ভিস চালু হয়। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত এই আয়োজন চলার কথা ছিল।

ক্যাম্পাসে এ সার্ভিস চালু হওয়ার পর চবি'র সংবাদমাধ্যম ফেসবুক পেজ "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ" এ একটি প্রতিবাদী পোস্ট করা হয়। পোস্টটি কপি-শেয়ারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। অবশেষে প্রতিবাদ দৃষ্টিগোছর হলে চবি প্রশাসন তাদের ভুল বুঝতে পেরে উদ্দোগটি সাথে সাথে বন্ধ ঘোষণা করেন।

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ৩০টি সাজানো রিকশায় ফ্রিতে শিক্ষার্থীদের আটদিন পরিবহণের ব্যবস্থা করতে চায় ইউনিলিভার- এমন অনুমতি চেয়ে প্রক্টর অফিসে আবেদন জানায় প্রতিষ্ঠানটি।

তাদের এ আবেদন গ্রহণ করে অনুমতি প্রদান করা হয়। পরে জানা গেল, এসব রিকশায় শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের ফ্রি চড়ানো হচ্ছে। অশ্লীলতায় উস্কানি দেয়া ইউনিলিভারের এ ধরনের ব্র্যান্ডিং বাতিল করা হয়েছে।

তিনি এক যুগ ধরে রোজা রেখে রিকশা চালান!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ