শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দ্বিতীয় মেয়াদে ক্ষমতা যেতে সিসির নতুন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসিকে ফের ক্ষমতায় বসাতে নতুন চাল চালছে দেশটি। এ লক্ষ্যে আগামী মাসে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন বর্জনকারী বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরীয় প্রসিকিউটর জেনারেল।

এ বিষয়ে এক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি’ দেয়া এবং ‘সরকারকে উৎখাত প্রচেষ্টা’র জন্য ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন বিরোধীদলগুলো বয়কটের আহ্বান জানানোর পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

বিশেষজ্ঞদের মতে, সিসি তার দ্বিতীয় মেয়াদের জন্য যে কোনোভাবে ক্ষমতায় আসতে চান। আর এরজন্য তার অন্য প্রতিদ্বন্দ্বিদের চাপে রাখতে নানারকম ফন্দি ফিকির করা হচ্ছে।

এর আগে গত ২৮ জানুয়ারি মিশরের আসন্ন নির্বাচন বর্জনের ডাক দেয় বিরোধী প্রার্থীরা। সাবেক প্রেসিডেন্ট প্রার্থীসহ মিশরের বিরোধীদলগুলোও এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

হাঠাৎ সৌদি আরবে কেন পাক সেনাপ্রধান?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ