মুজাহিদুল ইসলাম: তুরস্কের নিরাপত্তাবাহিনী রাজধানী আঙ্কারায় উমর ইয়াতাক নামের এক ব্যক্তিকে আটক করেছে। যিনি আইএসের তথ্যমন্ত্রী ছিলেন বলে জানানো হয়েছে।
আনাদুলু এজেন্সী জানিয়েছে, রাজধানীর নিরাপত্তাপ্রধান আঙ্কারায় ইয়াতাকের উপস্হিতিবিষয়ক গোয়েন্দতথ্য জানার পর এক নিরাপত্তা-অভিযানে ইয়াতাককে আটক করা হয়।
ইয়াতাককে আইএসের যোগাযোগমাধ্যম তত্ত্ববধান করতো। তুরস্কের ভেতর একাধিক কার্যকালাপের জন্য তুরস্ক তাকে অভিযুক্ত করে আসছে। তাকে আদালতে উপস্থিত করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
সূত্র: আলজাজিরা