শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় হামলায় ১১ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় এক অফিসারসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার রাতে সোয়াত উপত্যকায় এই হামলা চালানো হয়েছে। ওইসময় সেনা কর্মকর্তারা খেলাধুলা করছিল। তবে ওই বিবৃতিতে এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি।

সূত্রের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানাচ্ছে, সেনা কর্মকর্তারা ভলিবল ম্যাচ খেলার সময় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছেন। তারা বলছে, ওই হামলায় বহু কর্মকর্তা হতাহত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এই হামলার নিন্দা জানিয়েছেন।
সোয়াত উপত্যকা পাকিস্তানি তালেবানদের একটি শক্ত অবস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের অভিযানে তালেবানদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়।

পাকিস্তানের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত এই এলাকায় সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল টিটিপি।ওই ঘটনায় ২১ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছিল।

এইচজে


সম্পর্কিত খবর