শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ধরে নেয়ার সাড়ে ৬ ঘণ্টা পর ৫ জেলেকে ফেরত মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবর্ষণের পর ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে সাড়ে ছয় ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বিজিপি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

নাফ নদীতে মাছ ধরার সময় সকাল ৮টার দিকে বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়।’

এরা হলেন আব্দুল গফুরের ছেলে মো. আজিজুল্লাহ, আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলী।

তাদের সবাই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কর্নেল আরিফুল জানান, বিজিপির গুলিতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসলাম (৩৫) আহত হন। তাকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত চেয়ে সকাল ১০টার দিকে বিজিপির কাছে চিঠি পাঠানো হয় বলে জানান কর্নেল আরিফুল।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ