বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


হাসান বেক মসজিদে ৩৯ বার ইসরাইলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের একটি জাফা শহরে একটি ঐতিহাসিক মসজিদে ইসরায়েলি সন্ত্রাসীগোষ্ঠি হামলা করে। তেল-আবিবের একটি অংশে জাফা শহরের প্রাণকেন্দ্রে অবিস্থত হাসান বেক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

মসজিদটির ইমাম শেখ আহমাদ আবু আজওয়া জানান, মুয়াজ্জিনের আজানের সময় খালি কাঁচের বোতল মসজিদে ছুঁড়ে মেরে আজান বন্ধ করতে বলে কয়েকজন ইসরায়েলি।

ইমাম আরো বলেন, তারা ইসলাম ও মুসলমানদের অপমাণ করেছে। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছে। এই আক্রমণ হামলা প্রথমবার নয়। এই পর্যন্ত মসজিদে হাসানে ৩৯ বার আক্রমণ করেছে ইসরায়েলিরা।

ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে আক্রমণের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ করে শেখ আজওয়া বলেন, মসজিদটিতে ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর জন্যই তারা কিছুদিন পর পর এই হামলা চালায়।

সূত্র: দ্য মিডিলিস্ট মনিটর/এটি


সম্পর্কিত খবর