শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রশ্ন ফাঁসের খবর গুজব : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  এসএসসি ও সমানের পরীক্ষার শুরু কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা প্রথম পত্রের খ সেটের প্রশ্ন ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‍নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ফেসবুকে বাংলা প্রথম পত্রের খ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে পোস্ট করা হয়েছে এটি মিথ্যা এবং গুজব। প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আমরা আজকে পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখেছি কোনো মিল নেই।

তিনি বলেন, বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীদের নির্দেশ দিয়েছি এই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। তারা ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করে দিয়েছেন।

তিনি আরও বলেন,  ‘প্রশ্নফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তা সবই আমরা করে যাচ্ছি। কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সারা দেশে সে দিনের পরীক্ষা বাতিল করা হবে। আমরা আশা করছি এবার আর কোনোভাবেই প্রশ্নফাঁস হবে না।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ