শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জম্মু-কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার সম্ভব নয়: বিপিন রাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার সম্ভব নয়। এই আইন প্রত্যাহারের সময় এখনও আসেনি বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আফস্পা হলো, ভারতীয় সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। এই আইনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত বিশেষত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতার অধিকারী করা হয়েছে।

অভিযোগ আছে, আফস্পা'র ক্ষমতায় বলীয়ান হয়ে ভারতীয় সেনারা প্রায়ই মানবাধিকার লঙ্ঘন করে।
কিন্তু, ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এ অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফস্পা প্রত্যাহারের কথা ভাবার সময় এখনো আসেনি। তবে, এই আইনের কিছু অংশ অত্যন্ত কঠোর।'

সেনাপ্রধান বলেন, আমরা কঠোরভাবে বলপ্রয়োগ কখনোই করি না, মানবাধিকারকে অত্যন্ত গুরুত্ব দিই। আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, সতর্কতা অবলম্বন করছি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এসএস/


সম্পর্কিত খবর