শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: খালেদা জিয়াকে বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রগণ করবে না বিএনপি আর বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইনলাম খান।

আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন বিএনপির এই শীর্ষ নেতা।

রোববার বিকেলে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা করতে যান। এ সময় বিএনপি অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেন।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও সিইসিকে অবহিত করা হয়। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যা যা করণীয় তা করবে বলে আশ্বাস দিয়েছে বলে সাংবাদিকদের জানান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সেই অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করার আমরা কিছু চক্রান্ত বা অপচেষ্টা দেখছি। বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার অন্যায়ভাবে চেষ্টা করা হয়, তাহলে বিএনপি কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ভাবা মূর্খ ছাড়া আর কেউ ভাবে না।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ