বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বিচার বিভাগ স্বাধীন বলেই খালেদা জিয়ার ভয়: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ন্ত্রন বা খবরদারি নেই। বিচার বিভাগ সম্পূণ স্বাধীন। আর স্বাধীন বলেই খালেদা জিয়া বা তার নেতাকর্মীরা ভয় পাচ্ছে। শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কাজিপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দিবে, নিরাপরাধকে মুক্তি দিবে। সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রন নেই। বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় করে, তেমন জনগণের রায়কেও ভয় করে। রায় যাই হোক, বিএনপি আবারও আগের মত জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে, এবার কঠোরভাবে নিয়ন্ত্রন করবে জনগণ।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সম্প্রতি নেতিবাচক মন্তব্যে প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট আগামী নির্বাচনে পাবে, তা নির্ণয় করবে এ দেশের জনগণ। কারণ ভোট দেবেন জনগণ। তাই এ ধরনের আগাম মন্তব্য অবান্তর মাত্র।'

পরে স্বাস্থ্যমন্ত্রী কাজিপুর উপজেলা সদরের অডিটরিয়ামসহ সরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ ও যমুনা তীরবর্তী মেঘাই স্পার এলাকার পরিদর্শন করেন। বিকেলে যমুনার ডানতীরে পাউবোর ৪৬০ কোটি ব্যায়ে ক্ষুদবান্দি-মাছুয়াকান্দি-বাহুকায় প্রায় ৮ কিমি নদী তীর রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে পাউবোর আয়োজনে কাজিপুরের মাছুয়াকান্দি ও সদর উপজেলার বাহুকায় দু’টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম।

সমাবেশে পাউবো রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মুহম্মদ আলী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ