বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

‘ইন্টারনেটে তরুণদের সংযত হওয়ার পরামর্শ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

আজ শুক্রবার সৃষ্টিশীল অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকাল চারটা থেকে শুরু হওয়া তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের  সম্পাদক হুমায়ুন আইয়ুব।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ার ইসলাম নির্বাহী  সম্পাদক রোকন রাইয়ান।

এসময়ে ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

স্বাগত বক্তব্যে উপস্থিত মেহমান ও আলোচকদের শুভেচ্ছা জানিয়ে আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান বলেন, আওয়ার ইসলাম কর্তৃক আয়োজিত আমাদের এই সম্মেলনে আপনাদের উপস্থিতি আমাদের কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আমি মনে করি। আপনাদের আলোচনা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আওয়ার ইসলামের পথচলা আরও সুগম হবে।

প্রধান অথিতির বক্তব্যে  কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলনের চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম বলেন, আমি আওয়ার ইসলামের এই আয়োজনকে স্বাগত জানাই এবং এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত।

তিনি সবার প্রতি উদাত্ব আহ্বান জানিয়ে বলেন,  আমরা আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। এ কারণে, আমাদের শুধুমাত্র মাদরাসার পরিমণ্ডলের ভেতরে কাজ করলে হবে না বরং আমাদের প্রতিভা এবং আলো  বিশ্বব্যাপী পরিষ্ফুটিত করতে হবে। সকলের জন্য আমাদের কাজ করে যেতে হবে।

সভাপতির বক্তব্যে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, দেশের মেধাবী তরুণদের উপস্থিতিতে আওয়ার ইসলাম পরিবার খুবই আনন্দিত। আপনাদের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে । আপনাদের সঙ্গে নিয়ে এভাবেই আওয়ার ইসলাম পরিবার সামনে অগ্রসর হতে চাই।

অনুষ্ঠানে বিশেষ আলোকগণ তাদের আলোচনায় ফেসবুকে তরুণদের সংযত হওয়ার পরামর্শ দেন। কারো ব্যাপারে নিশ্চিত তথ্য না পেয়ে ভ্রান্তি ছড়ানো বন্ধ করার প্রতিও তারা বিশেষ নজর দিতে বলেন। একই সঙ্গে অনলাইন পত্রিকাগুলোতে যারা কাজ করছেন তাদের সৃজনশীল কন্টেন্টে নির্মাণ করতেও বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি  জহির উদ্দিন বাবর, লেখক ও গবেষক মুফতি ইউসুফ সুলতান, শীলনবাংলা সম্পাদক মাসউদুল কাদির, নূর বিডি ডটকম সম্পাদক সৈয়দ শামসুল হুদা, যুবকণ্ঠের সম্পাদক ও মাদরাসা বাইতুল মুমিনের প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম,  আলোকিত বাংলাদেশের সাব এডিটর আলী হাসান তৈয়ব, লেখক ও অনুবাদক আবদুস সাত্তার আল আইনী,  লেখক ও গবেষক মাওলানা মহিউদ্দীন ফারুকী, আলেম ও লেখক মাওলানা মহিউদ্দিন কাসেমী, পির ইয়ামিনী জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী, কলামিস্ট মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, কিশোরস্বপ্ন নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, রাহমানী পয়গামের সহকারী সম্পাদক এহসানুল হক, মাসিক নতুন ডাক সম্পাদক শাকিল আদনান, এক্টিভিস্ট মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, রকমারি ডটকম ইসলাম বিভাগের প্রধান এহসানুল হক, সবার খবর সম্পাদক আবদুল গাফফার,  সৃজন সম্পাদক আমিন ইকবাল, ইসলামী লেখক ফোরাম অর্থ সম্পাদক মুহাম্মদ তাসনিম, কারেন্ট বাংলা সম্পাদক আহসান শরিফ, লেখক ফারুক ফেরদৌস, কবি ইফতেখার জামিল,  আল জামিয়া’র সহ সম্পাদক সুলাইমান সাদী,  এ এস এম মাহমুদ হাসান, আদুল্লাহ তামিম, উবায়দুল্লাহ সাআদসহ অারো অনেক তরুণ লেখক ও এক্টিভিস্ট।

সম্মেলন শেষে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম কর্তৃক আয়োজিত মাসব্যাপী ইউটিউব প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথিদের পূর্ণাঙ্গ বক্তব্য ভিডিওসহ পোস্ট করা হবে ধারাবাহিকভাবে। সঙ্গেই থাকুক। 

ছবিতে দেখুন পুরো অনুষ্ঠান

Image may contain: 1 person, sitting

Image may contain: 4 people

Image may contain: 6 people, people standing

Image may contain: 5 people

Image may contain: 5 people, people sitting, beard and hat

Image may contain: 4 people, beard

Image may contain: 4 people

Image may contain: 2 people, people sitting

Image may contain: 4 people, people standing

Image may contain: 4 people, people standing and beard

Image may contain: 3 people, people standing and beard

Image may contain: 7 people, people standing

Image may contain: 3 people, people smiling, beard

Image may contain: 5 people, people sitting, people standing, beard and hat

Image may contain: 4 people, beard

Image may contain: 3 people, people standing, beard, hat and indoor

Image may contain: 4 people, people standing

Image may contain: 2 people, beard and closeup

Image may contain: 1 person, beard, hat and closeup

Image may contain: 2 people, people sitting

Image may contain: 1 person, standing

Image may contain: 3 people, beard

Image may contain: 1 person, beard and closeup

Image may contain: 2 people, people smiling, people sitting

Image may contain: 2 people, people standing and beard

Image may contain: 2 people, people sitting and beard

Image may contain: 1 person

Image may contain: 1 person, beard and closeup

Image may contain: 1 person, beard and closeup

Image may contain: 1 person, beard and closeup

Image may contain: 3 people, people standing and beard

Image may contain: 2 people, beard

Image may contain: 3 people, people standing

Image may contain: 5 people, people standing

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 5 people, people standing

Image may contain: 5 people, beard

Image may contain: 4 people

Image may contain: 3 people, people smiling, people standing, people sitting and beard


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ